মরক্কোতে জেন-জি বিক্ষোভে নিহত দুই, গ্রেপ্তার চার শতাধিক

মরক্কোতে কয়েক দিন ধরে চলা জেন-জি বিক্ষোভে অন্তত দুজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১ অক্টোবর) দক্ষিণ মরক্কোর একটি পুলিশ স্টেশনে হামলা চালানোর সময় কর্মকর্তাদের গুলিতে তারা নিহত হন। জনস্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কারের দাবিতে চলা এই বিক্ষোভ থেকে এখন পর্যন্ত চার শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
উত্তর আফ্রিকার এই দেশটিতে ৬ষ্ঠ দিনের মতো জেন-জি বিক্ষোভ চলছে। উন্নত সামাজিক পরিষেবা এবং দুর্নীতির মোকাবিলার দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, টিকটক ও ইনস্টাগ্রাম ব্যবহার করে ‘জেন-জেড ২১২’ নামে একটি গোষ্ঠী অনলাইনে এই বিক্ষোভের ডাক দেয়। ২০৩০ ফুটবল বিশ্বকাপের জন্য বিপুল বিনিয়োগ করা হলেও অনেক স্কুল ও হাসপাতালে অর্থের অভাব রয়েছে; এ নিয়ে তারা ক্ষুব্ধ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বিক্ষোভের চতুর্থ রাতে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে। সে রাতে বিক্ষোভকারীরা গাড়িতে আগুন দিয়েছে এবং দোকানপাট ভাঙচুর করেছে। এতে ২৬৩ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ২৩ জন বেসামরিক লোক আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, মঙ্গলবার রাতে মলোটভ ককটেল ও পাথর ছোড়ার অভিযোগে ৪০৯ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর ১৪২টি গাড়ি এবং ২০টি ব্যক্তিগত গাড়িতে আগুন দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এবং আল-জাজিরার যাচাইকৃত ভিডিওগুলোতে ক্ষতিগ্রস্ত এটিএম এবং একটি লুট হওয়া ব্যাংক ভবন দেখা গেছে।