ভোলায় এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/07/13/bhola_photo.jpg)
ভোলা সদর উপজেলার একটি সুপারি বাগান থেকে নিহত ওবায়দুল্লাহর মরদেহ আজ বুধবার উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি
ভোলায় এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই শিক্ষার্থীর নাম মো. ওবায়দুল্লাহ। এ বছর তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। আজ বুধবার সকালে পুলিশ ওবায়দুল্লাহর গলাকাটা মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, ভোলা সদর উপজেলার ৮নং ওয়ার্ডের একটি সুপারি বাগান থেকে ওবায়দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের নানা কাঞ্চন শিয়ালী ও চাচাতো ভাই মো. আলাউদ্দিন জানান, কে বা কারা, কীভাবে হত্যা করেছে তা কেউ বলতে পারছে না।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরহাদ হোসেন বলেন, ‘৯৯৯ নম্বরের কলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ ও হত্যাকারী খুঁজতে চেষ্টা চলছে।’