ভৈরবে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/05/04/bhairab-food-distribution-pic.jpg)
কিশোরগঞ্জের ভৈরবে স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কমলপুর নিউ টাউন এলাকার একটি কমিউনিটি সেন্টার চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া।
এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের একান্ত সচিব-৩ মো. সাখাওয়াত উল্লাহ মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মহামারি করোনাকালীন দেশের মানুষের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী সঠিক উদ্যোগ নেওয়ায় প্রশংসা করেন। পাশাপাশি দেশের বৃহৎ ওষুধ উৎপাদন কোম্পানি বেক্সিমকো ফার্মার টিকা আমদানির জন্য ধন্যবাদ জানান কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ও স্থানীয় সাংসদ নাজমুল হাসান পাপনকে।
বক্তারা এ সময় এই মহাদুর্যোগে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান।
আলোচনা শেষে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার ১২টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তাদের নিজ নিজ এলাকার দরিদ্রদের খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। এই কর্মসূচির আওতায় মোট দেড় হাজার দরিদ্রের প্রত্যেকে পাঁচ কেজি করে চাল, দুই কেজি আলু আর এক কেজি করে মসুরডাল পেয়েছেন।