মকবুলের মরদেহ দেখতে ঢাকা মেডিকেলের মর্গে মির্জা ফখরুল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/12/08/ddhaameke-mirjaa-phkhrul.jpg)
মকবুল হোসেনের মরদেহ দেখতে ঢাকা মেডিকেল কলেজের মর্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি
নয়াপল্টন কার্যালয়ের সামনে বিএনপি এবং পুলিশের সংঘর্ষের সময় নিহত মকবুল হোসেনের মরদেহ দেখতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার নিহত মকবুল হোসেন পল্লবী ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
মির্জা ফখরুল মকবুল হোসেন-এর স্ত্রী হালিমা ও মেয়ে মিতুলাকে সান্ত্বনা দিয়ে আর্থিক সহযোগিতা করেন। এসময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।