মডেল মরিয়ম আক্তার মৌ রিমান্ড শেষে কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মডেল মরিয়ম আক্তার মৌকে তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এই আদেশ দেন।
এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মরিয়ম আক্তার মৌকে তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে আটক রাখার আবেদন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক প্রবীণ কুমার ঘোষ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১ আগস্ট রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে মডেল মৌ আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় মাদক জব্দ করা হয় বলে জানায় পুলিশ।
পরদিন ২ আগস্ট ঢাকার সিএমএম আদালত মডেল মরিয়ম আক্তার মৌকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিন দিন রিমান্ড দেন। সেই রিমান্ড শেষে হলে তাঁকে আবার গত ৬ আগস্ট আদালতে হাজির করা হয়।এরপরে তাঁকে ফের চার দিনের রিমান্ড দেন আদালত। সেই রিমান্ড শেষ হলে ১১ আগস্ট তৃতীয় দফায় আবারও রিমান্ডে নেওয়া হলো। সেই রিমান্ড শেষ হলে আজ আদালতে হাজির করে কারাগারে আটক রাখার তদন্ত কর্মকর্তা।