মডেল মৌ ফের রিমান্ডে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/06/02-08-2021-18-33-47-02-08-21-cmm-court_mou-and-piyasha-3.jpg)
রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা মাদক মামলার আসামি মডেল মরিয়ম আক্তার মৌ। ছবিটি গত ২ আগস্ট সিএমএম আদালত থেকে তোলা। ফাইল ছবি : ফোকাস বাংলা
রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় মডেল মরিয়ম আক্তার মৌকে ফের চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এই আদেশ দেন।
এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মডেল মৌকে আবারও ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে সিআইডি। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ডের এই আদেশ দেন।
এর আগে গত ২ আগস্ট ঢাকার সিএমএম আদালত মডেল মৌকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিন দিন করে রিমান্ড দেন। সেই রিমান্ড শেষে হলে তাঁকে আবারও আদালতে হাজির করা হয়েছে।
গত ১ আগস্ট রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে মডেল মৌ আক্তারকে আটক করে পুলিশ। এ সময় মাদক জব্দ করা হয়।