মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ

ফ্রান্সে হজরত মুহাম্মদ (সা.)-কে হেয় করে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদী মানববন্ধনে অংশ নিতে উপজেলার বিভিন্ন স্থান থেকে কওমি মাদ্রাসার শত শত শিক্ষার্থী ও শিক্ষকরা প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে উপজেলা সদরের আমতলা রাস্তায় অবস্থান নেয়। প্রায় অর্ধশত মাদ্রাসা, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থা এ আয়োজনে অংশ নেয়। তারা বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদ ও ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান সংবলিত প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে।
এ সময় ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী (স.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ করায় তীব্র নিন্দা জানানো হয়। সেইসঙ্গে রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদসহ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সব পণ্য বয়কটের জোর দাবি জানানো হয়।
কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ, মানিকছড়ির সভাপতি মাওলানা হাফেজ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ মানিকছড়ির সাধারণ সম্পাদক মাওলানা মো. ইব্রাহিম খলিল আল ফরিদী, মাওলানা ফরিদ উদ্দীন, মাওলানা দিদারুল আলম কাসেমী, মাওলানা হাফেজ মো. নাছির উদ্দীন, মাওলানা মহিউদ্দীন বিন সুরুজ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা হাফেজ মো. বশির উদ্দীন প্রমুখ।