মাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা, স্ত্রীসহ ছেলে আটক

মোংলায় মাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে সুব্রত রায়ের বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূ ও ছেলেকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে পৌর শহরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম শৈবালী রায় (৬০)। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার ক্ষীতিশ চন্দ্র রায়ের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম সুব্রত রায় (৪০) ও তাঁর স্ত্রী সুচিত্রা বিশ্বাস (২৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়, শাশুড়ি শৈবালীর সঙ্গে পুত্রবধূ সুচিত্রা বিশ্বাসের গোবরের তৈরি লাকড়ি (জ্বালানি) নিয়ে আজ দুপুরের দিকে ঝগড়া হয়। এ সময় ছেলে সুব্রত রায় এসে মাকে স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে দেখে ক্ষীপ্ত হয়ে কোদাল দিয়ে মায়ের মাথায় আঘাত করে। প্রথম আঘাতে মা শৈবালী মাটিতে লুটিয়ে পড়লে আবারও আঘাত করে মাথায়। এরপর বাড়ির অন্য লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে অচেতন অবস্থায় শৈবালীকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। দুপুর সাড়ে ৩টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনায় জড়িত নিহত শৈবালীর ছেলে সুব্রত ও ছেলের বউ সুচিত্রাকে আটক করেছে পুলিশ।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’