মাঠের মধ্যে বটগাছে মিলল যুবকের ঝুলন্ত লাশ

আলমডাঙ্গা উপজেলায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রামের কালীতলা মাঠের একটি বটগাছ থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল আজ শনিবার সকালে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, আজ শনিবার সকাল ৮টার দিকে বাদেমাজু গ্রামের কালীতলা মাঠের একটি বটগাছে ঝুলন্ত লাশ দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের পরনে ছিল চেক লুঙ্গি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ধারণা করা হচ্ছে, ওই যুবককে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।