মাদকসেবী তাড়াতে ফাঁকা গুলি, লাগল প্রতিবেশীর গায়ে

ময়মনসিংহে হামলাকারী মাদকসেবীদের তাড়াতে এক আইনজীবীর লাইসেন্সকৃত বন্দুকের ফাঁকা গুলিতে দুজন আহত হয়েছেন। আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন রাকিব (২৮) ও সানজিদা (২১)। রাকিব হামলাকারী মাদকসেবীদের একজন হতে পারে বলে জানান আইনজীবী ও প্রত্যক্ষদর্শীরা।
আইনজীবী মো. শফিকুল ইসলাম সেলিম জানান, আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকায় তার বাসার কাছে দলবদ্ধ হয়ে মাদকসেবন করে বখাটেরা। কয়েকদিন আগে সাদা পোশাকের পুলিশ এসে পাঁচ মাদকসেবীকে ধরে নিয়ে যায়। তিনি তাদের ধরিয়ে দিয়েছেন সন্দেহে আজ বিকেলে ওই পাঁচ মাদকসেবীর সহযোগীরা তার বাসার সামনে এসে গালাগাল ও ইট নিক্ষেপ করতে থাকে। এ সময় তিনি আত্মরক্ষার্থে তার লাইসেন্সকৃত দোনালা বন্দুক দিয়ে হামলাকারীদের তাড়াতে ফাঁকা গুলি করেন। এ সময় তার এক প্রতিবেশী ও আত্মীয় সানজিদা সামান্য আহত হন। তিনি তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করাচ্ছেন। তবে আহত রাকিবের বিষয়ে তিনি কিছু জানেন না।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, ঘটনা শুনেছি। তবে ভালো করে খতিয়ে না দেখে এখনই কিছু বলা যাচ্ছে না।