মাদারীপুরে কাজী আনোয়ার হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

মাদারীপুর ‘কাজী আনোয়ার হোসেন ফাউন্ডেশন’-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন সাধারণ সম্পাদক কাজী আশিক হোসেন । ছবি : এনটিভি
একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী ‘কাজী আনোয়ার হোসেন ফাউন্ডেশন’-এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে মাদারীপুর শকুনী লেকেরপাড় ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এসব শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী আশিক হোসেনের অর্থায়নে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সহস্রাধিক কম্বল বিতরণ করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা আয়শা খাতুন সম্মাননা ক্রেস্টও দেওয়া হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক সংগঠনের নেতা শাজাহান খান, গোলাম মাওলা আকন্দ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীব কবির, এম আর মুর্তজা, আরাফাত হাসানসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।