মাদারীপুরে খোলসসহ জীবন্ত কচ্ছপ জব্দ, একজনের কারাদণ্ড

খুলনা বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট অভিযান চালিয়ে আজ শনিবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী এলাকা থেকে জীবন্ত কচ্ছপ ও কচ্ছপের খোলস জব্দ করা হয়েছে। এ অভিযোগে এক বিক্রেতাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আটক বিক্রেতা ভবতোষ সরকারকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে রাজৈর উপজেলার কমদবাড়ী বাজারে ক্রেতা সেজে অভিযান চালাই এবং হাতেনাতে ৩৭টি জীবন্ত কচ্ছপ ও ৮৭টি কচ্ছপের খোলসসহ ভবতোষ সরকারকে আটক করি। পরে জব্দকৃত কচ্ছপসহ ভ্রাম্যমাণ আদালতে হাজির করি।’ পরে জব্দকৃত কচ্ছপগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার পুকুর, উপজেলা পরিষদের পুকুর ও থানার পুকুরে ছেড়ে দেওয়া হয়।