মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ সদস্যের মৃত্যু

মাদারীপুরের ডাসারে বিদ্যুৎস্পৃষ্টে সৈয়দ হায়দার হোসেন নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের সেচপাম্পে এ ঘটনা ঘটে।
মৃত সৈয়দ হায়দার হোসেন (৫৫) মাদারীপুর জেলার ডাসার থানার ডাসার গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বাড়িতে দীর্ঘদিন থেকে ফেলে রাখা মোটর দিয়ে পুকুরের পানি সেচ দেওয়ার জন্য নিয়ে যান। এক পর্যায়ে মোটরে ভেজা কাপড় ও শরীর স্পর্শ করলে বৈদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই হায়দার হোসেন মারা যান। এদিকে অনেকক্ষণ তাকে না দেখে পুকুর পাড়ে গেলে মৃত অবস্থায় তাকে দেখতে পায় বাড়ির লোকজন। পরিবারের সদস্য ও পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
সৈয়দ হায়দার হোসেন ২০১৭ সালে রাজারবাগ পুলিশ লাইনে টেলিফোন অপারেটর কর্মরত থাকা অবস্থায় অবসর নেন।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান জানান, ‘আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি।’