মানবাধিকার সংস্থাগুলো র্যাব নিয়ে ভুল তথ্য দিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/01/25/fm.jpg)
রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে মঙ্গলবার বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ছবি : এনটিভি
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘১২ মানবাধিকার সংস্থা র্যাব সম্পর্কে ভুল তথ্য দিয়েছে, শান্তিরক্ষা মিশনে এর প্রভাব পড়বে না। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সদস্য মোতায়েন করার সময় পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করেই নিয়োগ করে থাকে। কাজেই তাদের এসব আবেদনের বিষয়ে আমরা চিন্তিত নই।’
আজ মঙ্গলবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘বিএনপি দেশের ক্ষতি করার জন্য বিদেশে টাকা খরচ করে লবিস্ট নিয়োগ করেছে, সরকারের কাছে এর সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ রয়েছে।’