মানিকগঞ্জে প্রাইভেটকারচাপায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে প্রাইভেটকারের চাপায় নাজমা বেগম নামের এক নারী নিহত হয়েছেন। নিহত ওই নারী ব্রিটিশ টোব্যাকোর একজন পরিচ্ছন্নতাকর্মী ছিলেন বলে জানা গেছে। এ সময় আহত হয়েছেন আরও এক নারী। আজ বুধবার বিকেলের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বিকেলের দিকে ব্রিটিশ টোব্যাকো থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন নাজমা বেগম ও সহকর্মী নাসরীন। পথে মানিকগঞ্জগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নাজমা বেগম নিহত হন এবং আহত হন নাসরীন নামের অপর নারী।
আহত নারীকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতের মরদেহটিও ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাইভেটকারের চালককে আটক করা সম্ভব না হলেও গাড়িটিকে জব্দ করা হয়েছে বলেও জানান ওসি।