মানিকগঞ্জে বিয়ে বন্ধ, কনের বাবাকে কারাদণ্ড

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গণজমায়েত করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় কনের বাবাকে ভ্রাম্যমাণ আদালত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
আজ শুক্রবার বিকেলে উপজেলার উত্তর কাউন্নারা গ্রামে এ ঘটনা ঘটে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, ‘করোনাভাইরাস এড়াতে সরকার এরইমধ্যে যেকোনো ধর্মীয়, সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। মাইকিং করা হচ্ছে। জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনমূলক প্রচার করা হচ্ছে।’
'এরই মধ্যে আরো দুটি বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও আজ শুক্রবার গণজমায়েত করে উত্তর কাউন্নারা গ্রামের ফরমাল আলী বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় তাঁকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’
ইউএনও আরো বলেন, ‘বিয়েটি আপাতত স্থগিত করা হয়েছে। আজ বিকেলেই ফরমান আলীকে জেল হাজতে পাঠানো হয়েছে।’