মানিকগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার প্রত্যাহার দাবি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী। এই অভিযোগে ওই কর্মকর্তার বিচার ও প্রত্যাহার দাবি করেছেন তাঁরা। আজ বৃহস্পতিবার দুপুরে এসব দাবি তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন হরিরামপুরবাসী।
মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুর রহমান, যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ইমান আলী ও কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তব্যে উপস্থিত নেতৃবৃন্দ ডা. ইসরাত জাহানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন। তাঁদের দাবি—গত দুই বছর ধরে নানা দুর্নীতি করে যাচ্ছেন এ কর্মকর্তা। কোনো নিয়মনীতির তোয়াক্কা করেন না তিনি। তার অনিয়মে স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী।
এ সময় বিক্ষুব্ধ জনতা ওই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিচার ও প্রত্যাহার দাবি করেন।