গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

গাজা উপত্যকায় ইসরায়েলের দখলদারত্ব ও গণহত্যার প্রতিবাদে এবং আন্তর্জাতিক ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় রাজু ভাস্কর্যের নিচে বিভিন্ন ছাত্র সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ জনতা একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়।
বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালসহ রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিতে এবং ইসরায়েলের ধ্বংসাত্মক নীতির বিরুদ্ধে তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন; ইসলামের শত্রুরা/ইসরায়েলের বন্ধুরা হুঁশিয়ার সাবধান; বয়কট বয়কট, ইসরায়েল বয়কট; ফিলিস্তিন জিন্দাবাদসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।
ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম আসিফ বলেন, ‘ফিলিস্তিনে যা ঘটছে তা নির্মম যুদ্ধাপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায় ও বাংলাদেশ সরকারকে এই নৃশংসতা বন্ধের জন্য জোরালো ভূমিকা রাখতে হবে।’
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মাহিদুল আলম ফাহিম বলেন, ‘মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা ইসরায়েলি পণ্য বর্জনেরও আহ্বান জানাচ্ছি।’
গতকাল রোববার ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সমর্থনে ঢাবির ৪৯টির ও বেশি বিভাগের শিক্ষার্থীরা আজ সোমবার ক্লাস ও পরীক্ষা বর্জন করেন। ইসলামিক স্টাডিজ, আইন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, চারুকলা, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিভাগ এই কর্মসূচিতে অংশ নেয়।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের ন্যায্য সংগ্রামের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে ইসরায়েল ও তার মিত্র দেশগুলোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের দাবি জানান।