মায়ের কোল থেকে নবজাতক চুরি : বাবা গ্রেপ্তার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ঘুমন্ত মা-বাবার কাছ থেকে নবজাতক চুরি ও দুদিন পর মরদেহ উদ্ধারের ঘটনায় শিশুটির বাবা সুজন খানকে আজ বৃহস্পতিবার গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর আগে গতকাল বুধবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা, চাচা ও ফুফাকে থানায় নিয়ে আসা হয়েছিল।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘মা-বাবার কোল থেকে নবজাতক খোয়া যাওয়ার ঘটনার দুদিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। এদিকে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পর তদন্তের স্বার্থে চাচা রিপন খান ও শিশুর ফুফা হাসিব শেখের ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে। ওই ডিএনএর রিপোর্ট পাওয়ার পর তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এদিকে, গত সোমবার রাতে নবজাতক চুরির ঘটনায় শিশুটির দাদা মো. আলী হোসেন খান বাদী অজ্ঞাতনামাদের আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা করেন।
মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামের সুজন খান ও শান্তা আক্তার দম্পতির ১৭ দিনের নবজাতক তাদের সঙ্গে ঘুমিয়ে ছিল। গত রোববার মধ্য রাতের কোনো এক সময় মা-বাবার মাঝখান থেকে শিশুটিকে চুরি করে নিয়ে যায়।