মেঘনায় ধরা পড়া মাছটির ওজন ২৪০ কেজি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে আজ মঙ্গলবার বিকেলে জেলের বড়শিতে ছয় মণ ওজনের একটি পানাপতা মাছ ধরা পড়েছে। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে জেলের বড়শিতে ছয় মণ ওজনের একটি পানাপতা মাছ ধরা পড়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় শহরের মেঘনা নদীর চর সোনারামপুর এলাকায় মাছটি ধরা পড়ে।
জেলে জাহাঙ্গীর মিয়া বলেন, ‘দুপুরে নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যাই। বিকেল সাড়ে ৪টায় বড়শির টোপে একটি মাছ আটক হয়। মাছটি বড় হওয়ার কারণে টেনে তুলতে পারিনি। তখন আশেপাশের জেলেদের ডেকে সহযোগিতা চাই।’
জেলেদের সহায়তায় মাছটি উদ্ধার করে আশুগঞ্জ চকবাজার এলাকায় নিয়ে আসেন জাহাঙ্গীর মিয়া। তখন মাছটি দেখতে উৎসুক মানুষ ভীড় জমায়।
চকবাজারে মাছটি দাম হাকানো হয় দেড় লাখ টাকা। কিন্তু এই দামে মাছটি কেউ কিনেননি। সন্ধ্যায় মাছটি ভৈরব ফেরিঘাট মাছ বাজারে নিয়ে যান জাহাঙ্গীর। শেষ খবর পাওয়া পর্যন্ত মাছটি বিক্রি হয়নি।