মেহেরপুরে বিদ্যুৎস্পর্শে একজনের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/05/17/meherpur_gangni_thana_pic.jpg)
মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পর্শে রুবেল হোসেন (৩০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৭মে) সকাল ১১টার দিকে উপজেলার নিত্যানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল গাংনী পৌরসভাধীন বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার জেল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার নিত্যানন্দপুর গ্রামের পণ্ডিত মণ্ডলের ছেলে ন্যাড়া মণ্ডলের বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করার সময় ভাইব্রেটর মেশিনের বিদ্যুৎস্পর্শে মারাত্মক আহত হন রুবেল হোসেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন তাঁকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।