মোংলায় দা দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা, স্ত্রী পলাতক

বাগেরহাটের মোংলা উপজেলায় এক গৃহবধূ দা দিয়ে কুপিয়ে তাঁর স্বামীকে হত্যা করেছেন বলে অভিযোগ ওঠেছে। পৌর শহরের বটতলার মুন্সিপাড়া এলাকায় নিজ বাড়িতে গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে আজ শনিবার সকাল ১০টার দিকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যক্তির।
নিহত ব্যক্তির নাম মো. তরিকুল ইসলাম (৩৫)। ঘটনার পর থেকে তাঁর স্ত্রী হীরা পলাতক রয়েছেন।
মোংলা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, পারিবারিক কলহের জের ধরে গতকাল রাতে স্ত্রী হীরার ধারালো অস্ত্রের আঘাতে তরিকুলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল রাত পৌনে ১১টার দিকে তরিকুল বাসায় ফিরলে তাঁর স্ত্রী হীরার সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে দা দিয়ে তরিকুলকে আঘাত করেন হীরা। পরে তরিকুলের চিৎকার শুনে এগিয়ে আসেন প্রতিবেশীরা। এরপর তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে দিবাগত রাত ৩টার দিকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আজ শনিবার সকাল ১০ টার দিকে মৃত্যু হয় তরিকুলের।
ঘটনার পর থেকে অভিযুক্ত হীরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।