মোংলায় লুব অয়েলসহ তিন চোরাকারবারি আটক

মোংলা বন্দরের পশুর চ্যানেলের জয়মনি এলাকা থেকে লুব অয়েল, ড্রাম ও একটি ট্রলার জব্দ করা হয়েছে। এ সময় তিন চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
আটককৃতরা হলেন নিয়ামুল (২২), রফিকুল (২৫) ও হারুন (৩৫)। তাঁদের বাড়ি মোংলার কানাইনগর ও জয়বাংলা এলাকায়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার ভোরের দিকে পশুর নদের জয়মনির সাইলো সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় ওই এলাকায় একটি ট্রলার জব্দ করা হয়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে এক হাজার ৯৫০ লিটার লুব অয়েল ও তেল পাচারের কাজে ব্যবহৃত ৩৯টি ড্রাম জব্দ করা হয়। এ ছাড়া জব্দ করা হয়েছে চোরাকারবারিদের ট্রলারে থাকা সোলার প্যানেল, গ্যাস ও গ্যাসের চুলাসহ অন্য মালামাল। বন্দরের পশুর চ্যানেলে অবস্থানরত বিদেশি জাহাজ থেকে লুব অয়েলগুলো পাচার করা হতো। এ অভিযোগ ওই তিনজনকে আটক করা হয়। মালামালসহ আটককৃতদের আজ দুপুরে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড কর্মকর্তা আরো বলেন, ‘মোংলা বন্দরসহ সাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মৎস্যসম্পদ রক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি চোরাচালানেও কোস্ট গার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।’