মোংলা বন্দরে ৩ নম্বর সংকেত বহাল, টানা বৃষ্টিতে পণ্য ওঠানামা বন্ধ

বঙ্গোপসাগরের লঘুচাপটি মৌসুমি বায়ুর সঙ্গে মিশে বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। ফলে আজ মঙ্গলবারও মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে।
এর প্রভাবে গতকাল সোমবার দিবাগত রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত আজও অব্যাহত রয়েছে। রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত সকালেও অব্যাহত থাকার কারণে মোংলা বন্দরে অবস্থানরত সার ও ক্লিঙ্কারসহ বিভিন্ন পণ্যবাহী ১৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজের মালামাল ওঠানামার কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন।
শেখ ফখর উদ্দিন বলেন, ‘বর্ষায় প্রতিদিনই কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এর মধ্যে যখন বৃষ্টি কমছে, তখন কাজ শুরু হচ্ছে; আবার যখন বাড়ছে, তখন বন্ধ থাকছে। তবে স্বাভাবিক রয়েছে বন্দর জেটির অভ্যন্তরের কার্যক্রম।’
এদিকে বৃষ্টির পানিতে মোংলা পৌরশহর ও শহরতলির নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ছাড়া এখানকার বেশকিছু চিংড়ি ঘের তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা এ জেড এম তৌহিদুজ্জামান বলেন, ‘সকাল থেকে বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়ে তালিকা নির্ণয় করা হচ্ছে। দুপুরের দিকে সঠিক সংখ্যা জানানো সম্ভব হবে। টানা বৃষ্টিপাতে এখানকার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া দিন মজুর ও রিকশা-ভ্যানচালকেরা।’
তবে এমন টানা বৃষ্টিপাত মঙ্গলবার দিনভর অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।