মোবাইল ছিনিয়ে নিতে গিয়ে বাধা পেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন

ময়মনসিংহের ত্রিশালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুনের ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম আশিকুজ্জামান আশিক (২৭)।
ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান আজ সোমবার বিকেলে জেলা পুলিশের সভাকক্ষে সাংবাদিকদের বলেন, গতকাল রোববার রাতে শহরের আকুয়া এলাকা থেকে আশিককে গ্রেপ্তার করা হয়। পরে আজ সোমবার সকালে তাঁর তথ্যমতে একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রড উদ্ধার করা হয়েছে। এর আগে গাজীপুর থেকে তাঁর রক্তমাখা জামা উদ্ধার করে পুলিশ।
এ সময় পুলিশ সুপার দাবি করেন, ‘মোবাইল ছিনিয়ে নিতে গিয়ে বাধা পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম খানকে (২৫) খুন করা হয় বলে জানায় আটক যুবক। তাকে আজ বিকেলে আদালতে হাজির করা হবে।’
ময়মনসিংহ শহরের তিনকোণা পুকুরপাড় এলাকায় গত ১ মে ভোরে দুর্বৃত্তদের রডের আঘাতে তৌহিদুল খুন হন। এ ঘটনায় একই দিন তৌহিদের বাবা সাইফুল ইসলাম খান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ৩ নম্বর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন আকন্দ গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় আসামিকে গ্রেপ্তার করেন।
নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহরের তিনকোণা পুকুরপাড় এলাকায় জনৈক আদিলের বাসায় ভাড়া থাকতেন। ১ মে ভোরে তাঁর কক্ষে ঢুকে দৃর্বৃত্তরা রড দিয়ে পিটিয়ে তাঁকে রক্তাক্ত করে। পরে শিক্ষার্থীর চিৎকারে বাড়ির লোকজন এসে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।