মৌলভীবাজারে করোনা-উপসর্গে দুজনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৮

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে দুই নারীর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা পজেটিভ ও অপরজনের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে আরও ৩৮ জনের।
আজ সোমবার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এই তথ্য নিশ্চিত করেন।
আরএমও বলেন, করোনা ওয়ার্ডে ৪৮ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) পাঁচজন ভর্তি আছে। ১৭টি বেড বর্তমানে খালি রয়েছে। গত কয়েক দিন হাসপাতালের বেড খালি না থাকায় রোগীর চাপ বেশি ছিল।
আজ সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জানা গেছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ১৯ দশমিক ৮ শতাংশ।
নতুন শনাক্ত ৩৮ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ২৪, জুড়ীর এক, শ্রীমঙ্গলের দুই, কমলগঞ্জের আট, কুলাউড়ায় দুই, রাজনগরের একজন।
জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, বর্তমানে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক করোনা এবং উপসর্গ থাকা রোগীদের ভর্তি নিয়ে চিকিৎসা দিচ্ছে।
এ পর্যন্ত জেলায় সাত হাজার ৫৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। সুস্থ হয়েছে পাঁচ হাজার ৯৭ জন।