ময়মনসিংহের প্রবীণ আওয়ামী লীগনেতা ওয়াজেদুল ইসলাম আর নেই

ময়মনসিংহ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর, জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক প্রবীণ আওয়ামী লীগ নেতা ওয়াজেদুল ইসলাম আর নেই। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ওয়াজেদুল ইসলাম লিভার সিরোসিসজনিত রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে ওয়াজেদুল ইসলামের মরদেহ তাঁর কর্মস্থল কোর্ট প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ জুম্মা জিলা স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আনা হয়। সেখানে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে বাদ আসর মরহুমের ইচ্ছা অনুয়ায়ী তারাকান্দা উপজেলার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
ওয়াজেদুল ইসলাম ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ছিলেন।