ময়মনসিংহে অক্সিজেন না দেওয়ায় রোগী মৃত্যুর অভিযোগ

ময়মনসিংহ শহরের চরপাড়ায় কেয়ার লাইফ প্রাইভেট হাসপাতালে অক্সিজেন না দেওয়ায় এক নারী পোশাকশ্রমিকের মৃত্য হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্বামী এখলাস মিয়া। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে।
মৃত ওই নারী পোশাকশ্রমিক নেত্রকোনার পূর্বধলা উপজেলার হীরনপুর গ্রামের বাসিন্দা এখলাস মিয়ার স্ত্রী। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এই খবর নিশ্চিত করেছেন।
মৃত পোশাকশ্রমিকের স্বামী জানান, গতকাল বিকেল ৫টায় শহরের চরপাড়া এলাকায় কেয়ার লাইফ প্রাইভেট হাসপাতালে ওই নারীকে নাকের পলিমার অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়। সন্ধ্যা ৬টায় হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারীর মৃত্যুর খবর দেয় তাঁকে।
এখলাসের অভিযোগ, রোগীকে অক্সিজেন না দিয়ে ফেলে রাখায় তাঁর মৃত্যু হয়েছে। রোগীর মৃত্যুর পরই হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা পালিয়ে গেছেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, আইনশৃঙ্খলার বিঘ্ন যাতে না ঘটে, তা নিশ্চিত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এ ধরনের ঘটনায় স্বাস্থ্য বিভাগ থেকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হয়।