ময়মনসিংহে অটোরিকশাকে ট্রাকের চাপা, প্রকৌশলীসহ দুজন নিহত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাকের চাপায় সিএনজিচালিত একটি অটোরিকশার দুই যাত্রী নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।
নিহত প্রকৌশলীর নাম হারুনুর রশিদ (৪০)। তিনি মুক্তাগাছা পৌরসভার মধ্যহিস্যা এলাকার বাসিন্দা। তিনি টাঙ্গাইলের মধুপুর পৌরসভার সহকারী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন। তাৎক্ষণিকভাবে নিহত নারী ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ জানান, আজ সকালে পৌরসভার নতুনবাজার এলাকায় মালবাহী একটি ট্রাক ময়মনসিংহগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক প্রকৌশলী ও এক নারী নিহত হন। এ সময় আহত হন আরো পাঁচ যাত্রী। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। তবে ট্রাকের চালক পলাতক রয়েছেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।