নদীতে থালা-বাসন ধুতে গিয়ে নারী নিখোঁজ

কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনু নদীতে থালা-বাসন ধুতে গিয়ে পার্বতী রানী বিশ্বাস (৫০) নামে একজন নারী নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বেতেগা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ধনু নদীতে এই ঘটনা ঘটে।
প্রতিবেশী গোবিন্দ জানান, পার্বতী রানী বিশ্বাস বৃষ্টির সময় নদীতে থালা-বাসন ধুতে গিয়েছিলেন। ঘরে ফিরতে দেরি হওয়ায় তার স্বামী খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু তাকে খুঁজে পাননি। এরপর থেকেই সবাই ধারণা করছে যে তিনি নদীতে ডুবে গেছেন। স্থানীয়রা প্রথমে নিজেদের উদ্যোগে উদ্ধার অভিযান চালালেও পরে বিষয়টি ইটনা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। সন্ধ্যায় কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা শুরু। কিন্তু রাত ৮টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ পার্বতী রানী বিশ্বাস ইটনা উপজেলার বেতেগা এলাকার রমাকান্ত বিশ্বাসের স্ত্রী ও দুই সন্তানের জননী।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়েই তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং নিখোঁজ বৃদ্ধাকে উদ্ধারের চেষ্টা চালান।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. আমিনুর রহমান জানান, সন্ধ্যা ৬টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছিল। তবে নদীতে প্রচুর স্রোত থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। তাই রাত ৮টায় পরিবারের লোকজন ও স্থানীয়দের মতামতের ভিত্তিতে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।