ময়মনসিংহে আরো ২০০ জনকে আক্তারুজ্জামান বাচ্চুর খাদ্য সহায়তা

ময়মনসিংহের পাগলা থানাধীন এলাকায় দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর পক্ষে দ্বিতীয় দফায় আরো ২০০ অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। পাগলার আবু সাঈদিয়া দাখিল মাদ্রাসা মাঠে আজ শুক্রবার সকাল ১০টায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে আমরা করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত, কর্মহীন ও অসহায় মানুষকে ধারাবাহিকভাবে মানবিক খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই আমরা রাজনীতি করি। এই দুর্যোগে জনগণ আমাদের কাছে পাওয়ার প্রত্যাশাও করে। মহামারি শেষ না হওয়া পর্যন্ত সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা নেতাকর্মীদের নিয়ে করোনায় কর্মহীন, অসহায় মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ।’
আক্তারুজ্জামান বাচ্চু আরো বলেন, ‘আওয়ামী লীগ লুটপাটে ব্যস্ত থাকায় জনগণের একমাত্র ভরসাস্থল বিএনপি। মহান রাব্বুল আলামিনের কৃপায় আমার উছিলায় যদি কিছু মানুষের ক্ষুধার কষ্ট মেটে, তাতেই আমার তৃপ্তি ও রাজনৈতিক জীবনের সার্থকতা।’

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরো বলেন, ‘আমার এ সামান্য উদ্যোগ সফল করতে গফরগাঁও ও পাগলা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যেসব নেতা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাঁদের ধন্যবাদ।’
খাদ্যসামগ্রী বিতরণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপি নেতা আবু সাঈদ মাস্টার, আতিকুল ইসলাম বাবুল, পাগলা থানার জ্যেষ্ঠ বিএনপি নেতা আমির হোসেন খান মেম্বার, আমিনুল ইসলাম বাবুল, মিজানুর রহমান, ফালান মিয়া, মফিজুল হক আকন্দ, মোফাজ্জল শেখ, আবু সাঈদ শেখ, চাঁন মিয়া শেখ, তাইজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল আহমেদ পাপ্পু, পাগলা থানা ওলামা দলের নেতা মাওলানা মো. আনিসুর রহমান, যুবদল নেতা ইব্রাহিম খলিল, মোহাইমিনুল ইসলাম জনি, রাসেল মীর, রোমান শেখ, পাগলা থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল খান, মৎস্যজীবী দল নেতা মোশারফ মীর, গফরগাঁও উপজেলা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান রুবেল, পাগলা থানা ছাত্রদল নেতা সুখেন আকন্দ, তামিম আহমেদ, মোমেন মিয়া, পারভেজ মিয়াসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।