শেরপুরের সীমান্তে বন্যহাতির আক্রমণে ২ জনের মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারোপাহাড় অধ্যুষিত গজনী এলাকায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২০ মে) রাতে গজনীবিটের দরবেশচালা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন আজিজুর রহমান আকাশ ও ফিনিক্স মারাক।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, গত কয়েকদিন ধরেই পাহাড় থেকে হাতির পাল পাকা ধানের ক্ষেতে নেমে আসছিল। ক্ষেতের ধান রক্ষায় প্রতিদিনই লোকজন পাহারা দেন। গতকাল রাতে হাতির পাল আবারও ধান ক্ষেতে নেমে এলে তাড়াতে গিয়ে আজিজুর রহমান আকাশ হাতির আক্রমণে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। এর কিছুক্ষণ পরই হাতির পালের আক্রমণে ঘটনাস্থলেই নিহত হন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ফিনিক্স মারাক।
পুলিশ আরও জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাতির উপদ্রব নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।