ময়মনসিংহে আসামি ধরতে গেলে ছয় পুলিশ কর্মকর্তাকে মারধর
ময়মনসিংহে আসামি ধরতে গেলে গৌরীপুর থানার ছয় পুলিশ সদস্যকে বেধড়ক মারধর ও লাঠিপেটা করেছে এলাকাবাসী। তাদেরকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন- এসআই শফিক, এমদাদ, আওলাদ, এএসআই কামরুল, মুস্তাক ও মিজান। তাদের মধ্যে মুস্তাককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার গৌরীপুর থানার ওসি আব্দুল হালিম খান এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, গভীর রাতে উপজেলার খোদাবক্সপুর এলাকার ভাবখালিঘাটে গ্রেপ্তারি পরোয়ানার আসামি ধরতে যায় আহত পুলিশ সদস্যরা। সে সময় একটি দোকানে জুয়া খেলা হচ্ছিল। এসময় ৬-৭ সাতজন জুয়ারিকে আটক করে পুলিশ। কেউ কেউ পালিযে যায়। পরে আটক জুয়ারিরা ব্যাপক হৈচৈ ও চিৎকার শুরু করে। এক পর্যায়ে মাইক দিয়ে বিভ্রান্তিমূলক কথা বার্তা প্রচার করে লোকজন জড়ো করা হয়। এলাকার লোকজন সত্যমিথ্যা যাচাই না করেই লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করে। এসময় তাদের হামলায় ওই ছয় পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।