ময়মনসিংহে এবারও পবিত্র রমজানে বিনামূল্যের হাট

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারোবাড়িতে মুক্তিরবন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যের হাট উদ্বোধনের আগে বক্তব্য দিচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : এনটিভি
এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারোবাড়িতে শুরু হয়েছে মাসব্যাপী বিনামূল্যের হাট।
আজ শনিবার সকালে আঠারোবাড়ি পাম্পে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের আয়োজনে মাসব্যাপী বিনামূল্যের হাট উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারোবাড়িতে বিনামূল্যের হাট থেকে নিম্ন আয়ের মানুষকে পণ্যসামগ্রী দিচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ও ইউএনও আরিফা জেসমিন। ছবি : এনটিভি
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জেসমিন, আঠারোবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবের আলম রূপকসহ অনেকে।
এই বিনামূল্যের হাটে নিম্নআয়ের মানুষকে দেওয়া হচ্ছে মাছ, মাংস, চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন সবজিসহ ইফতার সামগ্রী। প্রথম দিন ৩০০ জনকে এসব পণ্য সামগ্রী দেওয়া হয়। বেশ কয়েক বছর ধরে এলাকার কিছু উদ্যমী তরুণ এই মানবিক কার্যক্রম চালিয়ে আসছে।