ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা স্ত্রী, স্বামী ও সন্তান নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/07/16/mymensing1.jpg)
ময়মনসিংহের ত্রিশালে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা স্ত্রী, স্বামী ও সন্তান নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটিকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
নিহতরা হলেন জাহাঙ্গীর আলম (৪০), তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম (৩২) ও তাঁদের মেয়ে সানজিদা (৬)। রত্না বেগম ছিলেন গর্ভবতী। ট্রাকচাপার সময় তার গর্ভ থেকে কন্যাশিশু রাস্তায় পরে যায়। পরে তার স্বজনরা শিশুকে সিবিএমসি মেডিকেল কলেজ হাসপাতালে আনেন। শিশুটি বর্তমানে শঙ্কামুক্ত।
নিহতদের বাড়ি ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামের ফকির বাড়ি। আজ দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের লাশ ত্রিশাল থানায় আনা হয়েছে।
ত্রিশাল থানার এসআই সেকেন্দার হোসেন এই খবর নিশ্চিত করে বলেন, আজ বেলা আনুমানিক আড়াইটার দিকে নিহতেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।