ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক

ময়মনসিংহ সদর উপজেলায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। উপজেলার চুরখাই এলাকায় আজ বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়। ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ এ খবর নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন জয়পুরহাটের মো. শাহজাহান (২৮), মাদারীপুরের মো. মেহেদী হাসান মৃধা (২৮), ময়মনসিংহ সদর উপজেলার মো. রনি (২৫) ও কুড়িগ্রামের মো. আবদুর রহিম (২৮)।
পুলিশ জানায়, ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের অভিযানে আজ ভোরে চুরখাই এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান, দুটি কার্তুজ, ছয়টি চাপাতি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়। ওই ডাকাতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় পুলিশ।