ময়মনসিংহে দুই এএসআইসহ ৪ পুলিশ সদস্য বরখাস্ত

গাড়ি চালককে হয়রানির অভিযোগে ময়মনসিংহের কোতোয়ালি থানায় কর্মরত দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) ও দুই কনস্টেবলসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তাঁদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে তদন্ত করে দোষ অনুযায়ী বিভাগীয়সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন এএসআই রেজাউল করিম ও শাহ কামাল এবং কনস্টেবল কাউসার ও উজ্জ্বল।
আজ রাতে ময়মনসিংহ জেলা পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন।
পুলিশের বিভিন্ন দায়িত্বশীল সূত্র জানায়, ওই চার পুলিশ সদস্য গত বৃহস্পতিবার রাতে মোবাইল ডিউটিতে ছিলেন। ওই সময় তাঁরা রাস্তায় গাড়ি থামিয়ে চালককে হয়রানি করেন। গোপন সংবাদে বিষয়টি জানার পর পরের দিন শুক্রবার ওই চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং শোকজ করা হয়। সাত কর্মদিবসে তাঁদের জবাব দিতে হবে। জবাব সন্তোষজনক না হলে দোষ অনুযায়ী বিভাগীয়সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান বিস্তারিত কিছু না বলে শুধু বলেন, ‘হ্যা, তাদের সাসপেন্ড করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে।’