ময়মনসিংহে পিস্তল, গুলি ও মাদক জব্দ, আটক ৩

ময়মনসিংহে বিদেশি পিস্তল, গুলি, ইয়াবা, দেশীয় অস্ত্র, মোবাইল ফোনসেট ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করেছে র্যাব-১৪-এর একটি দল। আজ বুধবার ভোরে শহরের কেওয়াটখালী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন সাকিব (২০), হাবিবুর রহমান (২৬), সুজন মিয়া (৩৮)। তাদের বাড়ি শহরের কেওয়াটখালী, কৃষ্টপুর ও মোড়লবাড়ী এলাকায়।
আজ দুপুরে র্যাব-১৪-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ খবর নিশ্চিত করেছেন র্যাব-১৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে কেওয়াটখালী ওয়াপদার মোড়ে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, এক হাজার ৫০০ ইয়াবা ট্যাবলেট, চারটি রামদা, একটি কিরিচ ও নগদ টাকা জব্দ করা হয়।
র্যাবের দাবি, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি, মাদক ও অস্ত্র ক্রয়বিক্রয় করে আসছিল।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় ওই র্যাব কর্মকর্তা।