ময়মনসিংহে বাস-অটোর সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে মা ও ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে শিশুসহ আরো দুজন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কিশোরগঞ্জ-ময়মনসিংহগামী মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান আহমেদ।
নিহতরা হলেন গৌরীপুর উপজেলার কাশিয়ানির চর গ্রামের ছাহারা বানু (৬২), প্রতিবন্ধী লাল মিয়া (৫০), তাঁর মা রাবেয়া খাতুন (৭৫) ও সুতিরপাড় গ্রামের অটোচালক রফিকুল ইসলাম (৫৫)।
আহতরা হলো নিহত লাল মিয়ার প্রতিবন্ধী কন্যাশিশু সুইটি আক্তার (১০) এবং প্রতিবেশী জমিলা খাতুন (৬৩)।
নিহতদের পরিবারের বরাত দিয়ে গৌরীপুর থানার ওসি বোরহান আহমেদ বলেন, লালমিয়া ও তাঁর মেয়ে সুইটি প্রতিবন্ধী ভাতার কার্ড এবং অন্যরা বয়স্ক ভাতার কার্ড করার জন্য গৌরীপুর উপজেলা পরিষদে যাচ্ছিলেন। পথে কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে তাদের বহনকারী অটোরিকশার সংঘর্ষ ঘটে। এতে মা ও ছেলেসহ চারজন নিহত এবং আরো দুজন আহত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাসটি জব্দ করা হয়েছে।