ময়মনসিংহে বিএনপির সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে ময়মনসিংহে ডাকা সমাবেশের প্রস্তুতি সভা আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। ছবি : এনটিভি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে ময়মনসিংহে ডাকা সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে আজ বুধবার বেলা ১২টায় এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ২২ জানুয়ারি এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিশেষ অতিথি ছিলেন সহ-সাংগাঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন।
জেলা বিএনপির যুগ্ম আহাব্বায়ক জাকির হোসেন বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তব্য দেন। তাঁরা এ সমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।