ময়মনসিংহে বিভিন্ন মামলার ২৮ আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ গত ২৪ ঘণ্টায় বিস্ফোরক দ্রব্য আইনে একজন, ১২জন মাদক ব্যবসায়ী, দুজন সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ২৮ আসামিকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ এক ইমেইল প্রেস নোটে এ খবর নিশ্চিত করেন।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন—মাদক মামলার আসামি মো. সজল ওরফে পটলা (২৭), মো. আজহার (২১), মো. অন্তর (২০), মো. জহিরুল (৩১), মো. ফয়সাল আহম্মেদ রাজু (২০), বাবু (২১), ফাহিম আহম্মেদ সোহান (২১), মো. অন্তর (২৪), মো. আলামিন হোসেন বাবু (২৬), মো. হানিফ (২২), মো. তপু (২৪), চন্দন ঋষি (৪০), চুরি মামলায় পলাতক আসামি মো. খলিল (৪৫), মো. শাকিব (২০), শিপন মিয়া (২২), নিয়মিত মামলায় পলাতক আসামি মো. শরিফুল ইসলাম (২৫), মো. আব্দুল জলিল (৬২), বিস্ফোরক মামলার আসামি মো. মফিজুল হক মজি (৬০) ও ধর্ষণ মামলায় আসামি মো. রুবেল মিয়া (২২)। এ ছাড়াও বিভিন্ন অপরাধের মামলায় আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি শাহ কামাল।