ময়মনসিংহে ভারতীয় পণ্যসহ ১৮ জন আটক

ময়মনসিংহে প্রায় কোটি টাকা মূল্যের বিপুল ভারতীয় পণ্যসহ ১৮ চোরাকারবারিকে আটক করেছে র্যাব-১৪। আজ বুধবার ভোরে জেলার গৌরীপুর উপজেলার বেলতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-১৪-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেলতলী এলাকায় অভিযান চালায় র্যাব। সেখান থেকে ভারতীয় পণ্য বহনকারী ছয়টি ট্রাক ও কার্ভাডভ্যানসহ ১৮ চোরাকারবারিকে আটক করে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ ও তাদের আটক করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে এক হাজার থ্রি-পিস, ২৫০টি লেহেঙ্গা, ১২ হাজার কেজি জিরা, ৩৫০ পিস শাড়ি, তিন হাজার ২০০ পিস সাবান, ২০ হাজার পিস মেহেদী, চার হাজার পিস চকলেট, সাত হাজার পিস ক্রিম।
এসব মালামালের মূল্য প্রায় কোটি টাকা বলে জানান র্যাব কর্মকর্তা।
সহকারী পুলিশ সুপার আরও জানান, পণ্যগুলো ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছে বলে আটককৃতরা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।