ময়মনসিংহে ১২ মামলার আসামি রায়হান গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ডাকাতি, খুন, অস্ত্রসহ ১২ মামলার আসামি আন্তজেলা কুখ্যাত ডাকাত মো. রায়হানকে (৪৮) গ্রেপ্তার করেছে পাগলা থানার পুলিশ। গতকাল বুধবার রাতে ত্রিমোহিনী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত রায়হানের নামে খুন, অস্ত্র, ডাকাতিরসহ প্রায় ১২টি মামলা রয়েছে। এসব মামলায় পাঁচটিতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে গতকাল রাত সোয়া ১০টায় পাগলার ত্রিমোহিনী বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ত্রিমোহিনী বাজারে আভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পাগলা এলাকার আলোচিত ইলিয়াস হত্যা মামলার আসামি। টাকার বিনিময়ে তিনি মানুষ হত্যা করতেন।
২০১১ সালের ২৭ অক্টোবর গফরগাঁওয়ের সরকারদলীয় সাবেক সাংসদ গিয়াস উদ্দিন আহমেদের ব্যক্তিগত সহকারী ও যুবলীগনেতা মেহেদী হাসান ইলিয়াসকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। রায়হান ওই মামলারও আসামি।