যাত্রাবাড়ী থেকে আইস ও বিদেশি অস্ত্রসহ দুজন আটক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/09/24/arrasrt_1.jpg)
রাজধানীর যাত্রাবাড়ী থেকে অবৈধ মাদক আইসহ (ক্রিস্টাল মেথ), দুজনকে আটক করা হয়েছে। প্রায় ৫ কেজি ৫০ গ্রাম আইস, বিদেশি অস্ত্র ও গুলিসহ টেকনাফ আইস সিন্ডিকেটের অন্যতম হোতা খোকন ও তার এক সহযোগীকে আটকের কথা জানিয়েছে র্যাব।
গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান হোসেন।
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফ করবেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।