রংপুরে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/12/22/rangpur-thana_0.jpg)
রংপুরের মিঠাপুকুর থানা। ফাইল ছবি
রংপুরের মিঠাপুকুরে ট্রাকচাপায় আলিউল ইসলাম (৩৫) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের পাগলারহাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিউল উপজেলার গোপালপুর ইউনিয়নের বিট কর্মকর্তা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও মিঠাপুকুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, এএসআই আলিউল ইসলাম গোপালপুর ইউনিয়নে দায়িত্ব পালন শেষে মিঠাপুকুর থানায় ফিরছিলেন।
পথিমধ্যে আজ সন্ধ্যায় মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাগলারহাট নামক স্থানে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘আলিউল ইসলাম দায়িত্ব পালন শেষে থানায় ফিরছিলেন। পথিমধ্যে তিনি দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।’