রাজধানীতে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

প্রতীকী ছবি
রাজধানীর দক্ষিণখাঁন কাওলা এলাকায় বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. রাহাত আহমেদ বাঁধন (১৯) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বামভুইয়া পাড়ার মো. নুরুন্নবীর ছেলে।
বাঁধনের ভাই রাকিব জানান, গতকাল বিকেল সাড়ে ৫টায় কাওলা ট্রান্সমিটার মাঠে খেলাধুলা করার সময় হঠাৎ বজ্রপাতে অচেতন হয়ে পড়ে বাঁধন। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত ৮টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।