রাজধানীর কুনিপাড়ায় বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/03/13/fire-service_web_0.jpg)
ফায়ার সার্ভিসের ছবি তাদের ওয়েবসাইট থেকে নেওয়া
রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। তবে, আগুনের কারণ ও হতাহতের খবর এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
রাত পৌনে ১০টার দিকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ। তিনি বলেন, ‘আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ১১টি ইউনিট কাজ শুরু করেছে। প্রথমে ৩টি ইউনিট কাজ করছিল। বাকি ইউনিট পথে ছিল।’
কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা সম্ভব হয়নি জানিয়ে রাশেদ বিন খালেদ বলেন, ‘কোনো হতাহতের খবর ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা এখনও জানতে পারেনি।’