রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হওয়ার পরামর্শ তিতাসের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/04/25/gas.jpg)
ছবি : এনটিভি
রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎই ছড়িয়ে পড়েছে গ্যাসের গন্ধ। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই সব এলাকার লোকজন। তবে, নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে তিতাস।
তিতাস কর্তৃপক্ষের বরাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তাদের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে লিখেছে, 'ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে৷ তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে৷ নগরবাসীকে আতঙ্কিত না হবার পরামর্শ৷'
ওই পোস্টে একটি হটলাইন নম্বরও দেওয়া হয়েছে। সেটি হলো ১৬৪৯৬।