রাজশাহীতে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে কলেজছাত্র খুন

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক কলেজছাত্র খুন হয়েছে। এ ঘটনায় তার জমজ ভাই স্বপনও (১৮) আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দেওপাড়া ইউনিয়নের কদমশহর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শান্ত (১৮) উপজেলার কদমশহর গ্রামের আবু সাঈদের ছেলে। তারা দুই ভাই পবা উপজেলার দামকুড়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুল হক বলেন, ‘বিকেলে ক্রিকেট খেলা নিয়ে মাঠে জমজ ভাই শান্ত ও স্বপনের সঙ্গে একই এলাকার সাজেদুল ইসলাম সাজুর (২৪) কথা কাটাকাটি হয়। খেলা শেষে সন্ধ্যায় সবাই এলাকার মোড়ে আসে। সেখানে খেলার ওই দ্বন্দ্বের জের ধরে তাদের মধ্যে আবার কথা কাটাকাটি হয়। এ সময় সাজুর বড় ভাই মাজিদুল ইসলাম মাজু এলে সংঘর্ষ শুরু হয়। এ সময় ছুরিকাঘাতে শান্ত ও স্বপন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান। পথে শান্তর মৃত্যু হয়।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘শান্তর ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ কারণে হাসপাতালের পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। আর তার ভাই হাসপাতালে চিকিৎসাধীন।’
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, ‘নিহত শান্তর মরদেহ রামেকের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত যাদের নাম শোনা যাচ্ছে তারা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’