রাজশাহীতে প্রবাসী ও কনের বাবাকে জরিমানা

রাজশাহীর বাগমারা উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে হোম কোয়ারেন্টিনে না থেকে যেখানে-সেখানে চলাফেরা করায় বিদেশফেরত এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে, বিয়ের জমজমাট আসর করায় কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ।
বাগমারা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কায় সরকারি নির্দেশনায় উপজেলা প্রশাসনের পক্ষে জনসচেতনতায় জনসমাগম নিষেধ ও বিদেশফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করার দুটি অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার আউচপাড়া ইউনিয়নের বিদেশফেরত এক যুবককে বাজারে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাঁকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া উপজেলার গণিপুর ইউনিয়নের বজরতকুলা গ্রামের আবদুল জব্বার জাঁকজমকভাবে তাঁর মেয়ের বিয়ে দিচ্ছেন—এমন অভিযোগে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়। পরে ইউএনও শরিফ আহম্মেদ জনসমাবেশের মতো জাঁকজমকভাবে বিয়ের আয়োজন করার অভিযোগে কনের বাসায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে, শুক্রবার সারা দিন উপজেলা প্রশাসনের পক্ষে জনসচেতনতা বাড়াতে করোনাভাইরাস বিষয়ে সতর্ক হতে মাইকিং করা হয়। বিকেলে ইউএনও শরিফ আহম্মেদ উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজারে জনগণকে করোনাভাইরাস নিয়ে সতর্ক করতে নিজ হাতে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করেন।